শুভেন্দু তৃণমূলেই! শরিকি বাড়ি তৃণমূল, গলযোগ হয়েই থাকে: ব্রাত্য

শুভেন্দু তৃণমূলেই! শরিকি বাড়ি তৃণমূল, গলযোগ হয়েই থাকে: ব্রাত্য

 

নিজস্ব সংবাদদাতা, নন্দকুমার: তৃণমূল শরিকি বাড়ি৷ গলযোগ হয়েই থাকে৷ শুভেন্দু দলেই আছেন, দলেই থাকবেন৷ বিজেপি নেতাদের ‘অপদার্থ’ বলেও কটাক্ষ ব্রাত্য বসুর৷ শনিবার নন্দকুমার ব্লক তৃণমূলের ডাকে খঞ্চিতে এক জনসভায় যোগ দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু৷ জনসভা থেকে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে ফের অবস্থান জানান ব্রাত্য বসু৷ একইসঙ্গে বিজেপিকে তুলোধনা করলেন তিনি৷

সভামঞ্চ থেকে তিনি সাফ বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন৷ শুভেন্দুর প্রসঙ্গে বলতে গিয়ে ‘শরিকি বাড়ি’র উদাহরণ দেন ব্রাত্য৷ বলেন, ‘‘তৃণমূল বড় পরিবার৷ শরিকি বাড়ি যেমন হয়৷ শরিকি বাড়ির মধ্যে গলোযোগ হয় মাঝে মধ্যেই৷ ঘরের ছেলে ঘরেই থাকবে৷ পাশের বাড়ির লোকেরা এখন হাততালি দিচ্ছে, পরে কান ধরে বাড়ি চলে যাবে৷’’

মন্ত্রীর মন্তব্য,  বিজেপি থেকে রাহুল সিনহা-সহ কে কে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছে এখন সেই তালিকা চাই৷ আমরা তাদের দলে নেব কিনা তাও ভেবে দেখব৷ আমাদের সুব্রত বক্সি স্কুটিনি করবে৷ ব্রাত্য বলেন, বিজেপি আসলে তৃণমূল ছাড়া চলছে না৷

এদিন রাজ্যের বিজেপি নেতাদের অপদার্থ বলে কটাক্ষ করেন ব্রাত্য বসু৷ তিনি বলেন, দিল্লিতে যারা আছেন তারা বঙ্গ বিজেপির নেতাদের বলছেন, তোমরা অপদার্থ৷ তৃণমূল থেকে লোক চাই৷ এরপর তিনি দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসা করেন, আপনি বিজেপিতে যেতে চান? আমিও যেতে চাই না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =