রাজ্যপালের সমালোচনায় আরও কড়া ব্রাত্য, ‘জেমস বন্ড’ প্রসঙ্গ তুলে কটাক্ষ

রাজ্যপালের সমালোচনায় আরও কড়া ব্রাত্য, ‘জেমস বন্ড’ প্রসঙ্গ তুলে কটাক্ষ

bratya basu

কলকাতা: রাজ্যের বর্তমান রাজ্যপাল জেমন বন্ডের মতো কাজ করছেন! এমন মন্তব্য করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজভবনে সংঘাত আপাতত তুঙ্গে। শেষ কয়েক সপ্তাহ ধরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই পক্ষের সংঘাত জারি আছে। এবার তা আরও বেশি বিস্ফোরক হল। শিক্ষামন্ত্রীর স্পষ্ট বক্তব্য, রাজ্যপাল এক তরফাভাবে উপাচার্য নিয়োগ করছেন।

এদিন এই ইস্যুতে কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, জগদীপ ধনখড় যে সময়ে রাজ্যপাল ছিলেন, তখন অন্ততপক্ষে আলোচনার পরিসর ছিল। কিন্তু এখন তা নেই তার সৌজন্যে বর্তমান রাজ্যপাল। উচ্চ শিক্ষা দফতর, মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, তাঁদের তোয়াক্কা না করে, রাজ্যপাল এক তরফাভাবে কখনও উপাচার্য নিয়োগ করছেন, বিতাড়িত করছেন বা নতুন উপাচার্য আনছেন। এক কথায় তিনি জেমস বন্ডের মতো নিঃশব্দে কাজ করছেন। এর পাশাপাশি বিস্ফোরক কিছু অভিযোগও করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, যে সমস্ত উপাচার্যরা সরকারের সঙ্গে সহযোগিতা করছেন তাদের সাসপেন্ড করার হুমকি দেওয়া হচ্ছে। 

আসলে সম্প্রতি রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল উপাচার্য নিয়োগ করেছেন। রাজভবনের তরফ থেকে গত কয়েকদিন ধরে একের পর এক নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের উপাচার্যহীন বিশ্ববিদ্যালগুলি নিয়ে। অন্তবর্তীকালীন উপাচার্যের ভূমিকা আচার্যের পালন করা নিয়ে যে বিতর্ক তাতে শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। কিন্তু তাতেও লাভ হয়নি, বরং এখন আবার ১৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =