একদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন অন্যদিকে বঙ্গ ভঙ্গের দাবি, কোন দ্বিচারিতা BJP-র? প্রশ্ন ব্রাত্যর

একদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন অন্যদিকে বঙ্গ ভঙ্গের দাবি, কোন দ্বিচারিতা BJP-র? প্রশ্ন ব্রাত্যর

কলকাতা:  একদিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক৷ অন্যদিকে উত্তরবঙ্গ ভাগের দাবি৷ একই  সূত্রে দুই বিপরীত মেরুকে  বাঁধার চেষ্টা করছে বিজেপি৷ এর বিরুদ্ধেই গর্জে উঠলেন তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু৷ এদিন সাংবাদির বৈঠকে তিনি বলেন,  ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার উদ্যোগ নিয়েছে বিজেপি৷ একই সঙ্গে উত্তরবঙ্গ ভাগের কথা বলা হচ্ছে৷ যাঁরা পশ্চিমবঙ্গ দিবস পালন করে, তাঁরা একই সঙ্গে পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়৷ এক থেকে হাস্যকর দ্বিচারিতা আর কি হতে পারে? 

আরও পড়ুন- বঙ্গ ভঙ্গের দাবির মাঝেই পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক, কোন সমীকরণে এগোচ্ছে BJP?

ব্রাত্য বসুর কথা,য়, কেন এই দিবস পালন করছে তারা? বিজেপি কোনও ঐতিহাসিক কার্যক্রম জানে না৷ বিজেপি’র মধ্যে কেনও ঐতিহাসিক চেতনা নেই তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালন করার ডাক৷  তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ জুন বিধানসভায় হিন্দু মহাসভার কোনও ভোট ছিল না৷ ভারত ভাগের পক্ষে ২ দফায় ভোট হয়৷ ২০ তারিখ বাংলায় আর ২৩ তারিখ ভোট হয় পঞ্জাবে৷ পঞ্জাবেও তো বিজেপি আছে৷ তাহলে কেন পঞ্জাবে পঞ্জাব দিবস পালন করা হচ্ছে না? তাছাড়া যাঁরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছে তাঁরা একইসঙ্গে উত্তরবঙ্গকে একটা পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করতে চাইছে৷ এর মধ্যে দিয়ে কতটা বাঙালি বিরোধিতা, ইতিহাস বিরোধিতা ও বঙ্গ বিরোধিতা রয়েছে তা মানুষই বিচার করে দেখুক৷

প্রসঙ্গত, গতকাল বিধানসভার সামনে জড়ো হয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক দেন শুভেন্দু অধিকারী৷ তাঁর কথায়,  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজ ভারতবর্ষের অংশ হত না বাংলা৷ থাকত ইসলামাবাদের কোনও মুসলিম জায়গা হয়ে৷  অন্যদিকে, উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ বঙ্গ ভাগের দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =