দিলীপ ঘোষকে দু’লাইন কবিতা লেখার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ব্রাত্য

দিলীপ ঘোষকে দু’লাইন কবিতা লেখার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ব্রাত্য

b7b549f9d3f630900eec3bb8168600d7

কলকাতা: মুখ্যমন্ত্রীর গান লেখা ও সুর দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষের কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের রাজ্য নেতা তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু৷ এদিনই ত্রিপুরা থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে ব্রাত্য বলেন, ‘‘দিলীপ ঘোষকে একটু বলুন দু’লাইন কবিতা লিখতে৷ গান লেখা, কবিতা লেখা যেগুলো সহজ বলে দিলীপবাবুরা মনে করছেন এবং যতটা অথেনটিকাল বলে প্রমাণ করতে চাইছেন এটা ওঁনার বোঝার কম্ম নয়৷’’

এই প্রসঙ্গেই টেনে এনেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রসঙ্গ৷ ব্রাত্য বলেন, ‘‘দিলীপবাবুকে বলব, এই বিষয়ে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির কবিতাগুলো পড়ুন৷। আমাদের সকলের মুখ্যমন্ত্রী যেগুলো লিখছে সেগুলো বোঝা তো দূরে থাক, কথা বলার অধিকারও দিলীপ ঘোষের আছে বলে আমি মনে করি না।’’

স্বাধীনতা দিবসের সকালে ইকো পার্কে গিয়ে সংবাদমাধ্যমের সামনে স্বাধীনতা দিবস সম্পর্কে মুখ্যমন্ত্রীর লেখা গানের তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী গান লিখেছেন সুর দিয়েছেন, পোস্ট ও করেছেন বলে শুনলাম৷ ভাল কথা। ওঁনার (মমতার) গান শুনিনি আমি। গাইলে ভাল হত।’’ একই সঙ্গে দিলীপের দাবি, ‘‘এসব কাগজের প্রচারের জন্য করছেন।’’

এর আগেও মুখ্যমন্ত্রীর ছবি আঁকা নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা টিপ্পনি কেটে বলছেন, বাংলার রাজনৈতিক সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ১৫ অগাস্ট দেশ স্বাধীনের দিবসটিকেও ছেড়ে কথা বলছেন না শাসক কিংবা বিরোধী৷ তারই নিটফল, স্বাধীনতা দিবসেও চলছে রাজনৈতিক তরজা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *