কলকাতা: করোনা রুখতে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে একদিনের জনতা কারফিউর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এবার লোকাল, মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রভাব পড়তে চলেছে৷ শনিবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে লোকাল, মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন৷ একদিনের জন্য লাটে উঠতে চলেছে দেশের রেল পরিষেবা৷
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রবিবার একদিনের জন্য জনতা কার্ফু করার ঘোষণা করেছিলেন৷ আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রেল পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷
শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত প্যাসেঞ্জার, এক্সপ্রেস, লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ রবিবার ভোর চারটে থেকে মেইল এক্সপ্রেস দাঁড়িয়ে যাবে৷ শহরতলিতে লোকাল ট্রেন চলবে নামমাত্র৷
Indian Railways: All passenger trains originating between midnight of March 21/22 to 2200 hours of March 22 shall not run. However, the passenger train services already on run at 0700 hours on the day will be allowed to run to the destinations. https://t.co/EUcOgOO3C8
— ANI (@ANI) March 20, 2020
শনিবার রাত বারোটার পর থেকে কোনও ট্রেন পরিষেবা আর পাওয়া যাবে না৷ মেল, এক্সপ্রেস ট্রেনগুলি আর পরিষেবা দেবে না৷ ভোর চারটের পর থেকে পথে থাকা মেইল, এক্সপ্রেস ট্রেন যে স্টেশনে থাকবে, সেখানেই দাঁড়িয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে৷ আবার রাত দশটার পর সেই ট্রেনগুলি যাত্রা শুরু করবে৷ পাশাপাশি শহরতলীর জন্য যে সমস্ত লোকাল ট্রেন সাধারণ দিনের জন্য বরাদ্দ থাকে, তা ওই দিন থাকবে না৷ ছুটি দিনে যে লোকল ট্রেন যাতাযাত করে, সেই ট্রেনগুলিও পাওয়া যাবে না৷ ন্যূনতম দেওয়া হবে পরিষেবা৷ খুব অল্প পরিমাণে চলবে লোকাল ট্রেন৷
এছাড়াও রেল স্টেশনে যে সমস্ত ফুড প্লাজা, জন আহারের ব্যবস্থা আছে আইআরসিটিসির, সেই সমস্ত দোকানগুলি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা করা হয়েছে৷ রাজধানীর, দুরন্ত, শতাব্দি এক্সপ্রেসের চা-কফি বিস্কুটের মত ন্যূনতম খাবার দেওয়া হবে৷ যাত্রীরা অন্য কোন খাবার পাবেন না৷