ডায়মন্ডহারবার: বুথ না ভারত-পাকিস্তান সীমান্ত! বাইরে থেকে বোঝার উপায় নেই। বালির বস্তা দিয়ে একেবারে বাঙ্কার বানিয়ে সশস্ত্র বাহিনী রয়েছে পাহারায়। যে কোনও সীমান্তে গেলে এমন বাঙ্কার দেখা যাবে।
কিন্তু ভোটে এই ব্যবস্থা, তা কিন্তু চট করে দেখা যাবে না। আর এই দৃশ্য দেখা গেল ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ে। স্কুলের গেট দিয়ে ঢুকতেই বালির বাঙ্কার তৈরি করা হয়েছে। কখনও একজন কখনও আবার দু’জন করে সেই বাঙ্কার থেকে তীক্ষ্ণ নজর রাখছেন।