কলকাতা: সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা৷ শুরুতেই ভালো ভিড় জমেছে মেলায়৷ কিন্তু, জানেন এই তিন দিনে সবথেকে বেশি বিক্রি হল কোন বই? উত্তরটি জানলে একটু চমকে উঠবেন৷ গ্লিড বলছে, গত তিন দিনে সব থেকে বেশি বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই৷
এই বছরের বইমেলায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাতটি বই প্রকাশিত হয়েছে৷ যার ফলে, এই মুহূর্তে তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৭টি৷ চলতি বইমেলার উদ্বোধনের গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বই লেখার নিরিখে সেঞ্চুরি করার বার্তা দেন৷ বলেন, ‘‘পরের বছরে পটাপট ১৩টা বই লিখে ফেললেই সেঞ্চুরি হয়ে যাবে৷’’
এর আগে একাধিক কবিতা, প্রবন্ধ, উপন্যাস লিখেছেন তিনি৷ এবারের বইগুলির বিষয় কী? তাঁর বইগুলির প্রকাশক দে’জ পাবলিশিংয়ের পক্ষ থেকে শুভঙ্কর দে জানান, এর মধ্যেই ‘বিপন্ন ভারত’ ৩০০ কপি এবং ‘আমি’, ‘শিশুদোলা’, ‘নামাঞ্জলী সমগ্র’-এর মতো বইগুলি ১০০ কপির বেশি বিক্রি হয়ে গিয়েছে৷ এই বইগুলির মধ্যে কোনওটা কবিতার, কোনওটা রাজনৈতিক প্রবন্ধের৷ তাঁর বইগুলির আরেক প্রকাশক ‘বি বুকসে’র পক্ষ থেকে এষা চট্টোপাধ্যায় জানালেন, আমাদের কাছে তাঁর কবিতাগুলির ইংরেজি অনুবাদ বই হয়ে বেরিয়েছে৷ বইটির নাম- মাইসেলফ। প্রায় ১০০ কপি বিক্রি হয়েছে সেই বই৷