সমনে সাড়া, এক দিন আগেই ইডির দফতরে হাজিরা বনি সেনগুপ্ত

সমনে সাড়া, এক দিন আগেই ইডির দফতরে হাজিরা বনি সেনগুপ্ত

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার একদিন আগেই ইডির দফতরে হাজির টলি অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বনিকে সমন পাঠানো হয়েছিল। সেই সমনে সাড়া দিয়েই এক দিন আগে বৃহস্পতিবার দুপুরেই বনি পৌঁছে যায়  সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।

আরও পড়ুন- আইনজীবীর উপস্থিতিতে এ বার কেষ্টকে জেরা করবে ED, আদালতের নির্দেশেই স্বাস্থ্যপরীক্ষা

রাজনৈতিক ক্ষেত্র ছাড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ জড়াচ্ছে বিনোদন জগতের নাম৷ তবে কি দুর্নীতির কালো টাকা সাদা করতে বেছে নেওয়া হয়েছিল টলিউডকে? হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইডির দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে পৌঁছেছে টলিউডেও। ইতিমধ্যেই বেশ কিছু অভিনেত্রীর নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য সমন পাঠায় ইডি। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে বনির নাম মিলেছে৷ সেই সূত্রেই তলব করা হয় অভিনেতাকে৷

বনির আরও একটা পরিচয় রয়েছে৷ তিনি প্রাক্তন বিজেপি কর্মী৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিরিে যোগ দিয়েছিলেন অভিনেতা৷  কিন্তু, গত জানুয়ারি মাসে তিনি দলের সদস্যপদ ত্যাগ করেন।  নিয়োগ মামলায় ইডির তলব প্রসঙ্গে বনিকে প্রশ্ন করা হলে, তিনি এক বাক্যে জানিয়েছিলেন তিনি যাবেন।