Aajbikel

১০ ঘণ্টা জেরার পরেও স্বস্তি নেই, এবার গাড়ির নথিপত্র-সহ বনিকে তলব ইডি-র

 | 
বনি

 কলকাতা: তবল পেয়ে একদিন আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে বনি সেনগুপ্তর নাম পেতেই শুক্রবার তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবারই হাজিরা দেন বনি৷ প্রায় ১০ ঘণ্টা বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ কিন্তু এর পরেও রেহাই নেই৷ আগামী মঙ্গলবার ফেরে টলিউড অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন- নয়া নীতিতে বালি খাদান থেকে রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি


স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে তিনি গাড়ি কিনেছিলেন বলে স্বীকার করে নিয়েছেন বনি৷ সেই গাড়ির নথিপত্র-সহ বনিকে ফের হাজিরা দিতে বলা হয়েছে। কুন্তলের সঙ্গে বনির যে আর্থিক লেনদেন হয়েছিল, তা কুন্তলের ব্যাঙ্কের নথি দেখেই জানতে পারে ইডি৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতেই ডেকে পাঠানো হয়েছিল বনিকে৷ বৃহস্পতিবার ইডির দফতরে বনির হাজিরা ঘিরে শোরগোল পড়ে রাজনৈতিক ও বিনোদন জগতে৷ কারণ এই প্রথম নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনও টলি অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। 

বৃহস্পতিবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মাঝেই মধ্যাহ্নভোজের বিরতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘উনি (কুন্তল) আমাকে একবারই টাকা দিয়েছিলেন। পাঁচ বছর আগে একটি গাড়ি কিনেছিলাম৷ সেই সময় উনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন।’’ কিন্তু কত টাকা দিয়েছিলেন কুন্তল? স্পষ্ট ভাবে সেই উত্তর অবশ্য দেননি বনি। তবে সংবাদমাধ্যম তাঁকে জিজ্ঞাসা করে ৩৫-৪০ লক্ষ টাকা? তখন বনি বলেন, ‘‘ হ্যাঁ, ওই রকমই।’’ 

Around The Web

Trending News

You May like