লিলুয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করেব বোমা, ইটবৃষ্টি

লিলুয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করেব বোমা, ইটবৃষ্টি

হাওড়া: ভাটপাড়ার সংস্কৃতি এবার ফিরে এল লিলুয়ায়৷ রাতের অন্ধকারে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঘটল হামলার ঘটনা৷ পড়ল বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। ইটবৃষ্টি করা হয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়া থানা এলাকার আনন্দনগর চকপাড়ায় পঞ্চায়েত প্রধান মনিকা দে’র বাড়িতে রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । প্রথমে বোমা মারে। তারপর ব্যাপক ইটবৃষ্টি করা হয়। ওই হামলার সময় পঞ্চায়েত প্রধান মনিকাদেবী বাড়িতেই ছিলেন। সেই সময় আচমকা প্রচন্ড শব্দে বাড়ি কেঁপে ওঠে। ভয় পেয়ে জানলা দরজা বন্ধ করে দেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই ব্যাপক ইটবৃষ্টি করা হয় বাড়িতে। এছাড়াও ভয় দেখানো ও অশ্রাব্য গালিগালাজ এবং কটূক্তিও করা হয়।

মনিকাদেবী বলেন, ‘‘বাড়িতে ছিলাম৷ আচমকা কিসের যেন কান ফাটানো আওয়াজ৷ পরে বুঝতে পারি আমার বাড়িতেই বোমা পড়ছে৷ ভয়ে জানাল বন্ধ করি৷ তখন ওরা ইট ছুঁড়তে থাকে৷ দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসেছিল৷ ফলে কাউকে চেনা সম্ভব হয়নি৷’’ ঘটনায় বিরোধী শিবিরের হাত দেখছেন পঞ্চায়েত প্রধান৷ তিনি বলেন, ‘‘পুলিশকে ঘটনাটি জানিয়েছি৷ আসলে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করার জন্যই ওরা এমন করছে৷’’ বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে পৌঁছান। তবে কি কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 4 =