থমথম ভাঙড়ে ১৪৪ ধারা, নজরদারিতে ভিনরাজ্যের পুলিশ! একাধিক বোমা উদ্ধার

থমথম ভাঙড়ে ১৪৪ ধারা, নজরদারিতে ভিনরাজ্যের পুলিশ! একাধিক বোমা উদ্ধার

ভাঙড়: মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বোমাবাজি আর সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়েছে ভাঙড়। পুলিশ-আইএসএফের খণ্ডযুদ্ধে আহত হয়েছেন অনেকে, মৃত্যুও হয়েছে দু’জনের৷ সেই ঘটনার পর থেকে আপাতত থমথমে গোটা এলাকা। রাস্তাঘাট একদিকে যেমন সুনসান, অন্যদিকে দোকানপাট বন্ধ। পুলিশের ব্যারিকেড ঘেরা এলাকায় লোকজন নেই বললেই চলে। পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার হিংসার ঘটনা ঘটেছে ভাঙড়ে। গণনার দিনও তার ব্যতিক্রম হল না। 

গতকালের ঘটনার পর আরও বেশি তৎপর হয়ে উঠেছে পুলিশ। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং, ভাঙড় জুড়ে ১৪৪ ধারা জারি। এলাকার কাঁঠালিয়ার স্কুলের গণনাকেন্দ্র থেকেই প্রথম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সেই কাঁঠালিয়া ঢোকার মুখে ব্যারিকেড বসানো হয়েছে। তবে শুধু এই রাজ্যের পুলিশ নয়, পাহারাদারি করছে ভিন রাজ্যের পুলিশও। আরও চাঞ্চল্যকর বিষয় হল, এদিন সকাল থেকে তল্লাশি অভিযানে এলাকার নানা প্রান্ত থেকে একাধিক বোমা উদ্ধার করা হয়েছে বলে খবর মিলেছে। ইতিমধ্যে ন’টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। 

আসলে গতকাল রাতা থেকেই মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে ভাঙড়ে৷ ভোট লুঠের অভিযোগকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়৷ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বেশ কিছু আইএসএফ কর্মী৷ এর পরেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায় তারা৷ রাত সাড়ে ১২টা নাগাদ পরিস্থিতি চরমে পৌঁছয়৷ শুরু হয় ব্যাপক বোমাবাজি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় রবার বুলেট৷ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *