ভোট শুরু হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি

ভোট শুরু হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় সংঘর্ষ, বোমাবাজি

776448b6091d77831e59799a02a7e2fc

কলকাতা: নজিরবিহীনভাবে আট দফা বিধানসভা নির্বাচন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে আজ ভোট দান করব শুরু হওয়ার আগে থেকেই রাজ্যের একাধিক জায়গায় হামলার খবর সামনে আসছে। আজ প্রথম দফায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় একাধিক আসনে নির্বাচন। প্রথম দফায় মোতায়েন করা হয়েছে কমপক্ষে ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এসবের মধ্যেও রাজ্যের একাধিক জেলা থেকে হামলার খবর আসছে। 

পটাশপুরে রাতভর বোমাবাজি হয়েছে। তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন পটাশপুর থানার ওসি। অন্যদিকে ঝাড়গ্রামে আহত হয়েছেন তৃণমূল কর্মী এবং যার দায় গিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি শিবিরের উপর। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা অভিযোগ করেছেন, বিজেপি চক্রান্ত করে রাতের বেলা হামলা করেছে। যদিও বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস হারার ভয় থেকেই সব অভিযোগ করছে। এর পাশাপাশি রানিবাঁধের রাওতোড়ায় আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি। সেখানে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে পুরুলিয়ায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ করা হচ্ছে যে, পরিকল্পনা করে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর! 

একই সঙ্গে যানা গিয়েছে, পুরুলিয়ায় ভোট কর্মীদের গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে। জঙ্গলে বেশ কয়েকজন মুখ ঢেকে লুকিয়ে ছিলেন, তারাই এই হামলা করেছে বলে অভিযোগ। অন্যদিকে, খেজুরিতে রাতভর বোমাবাজি হয়। সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এমনকি এক মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুধু খেজুরি নয়, ভগবানপুর বিধানসভাতেও রাতভর বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *