ভাটপাড়া: ভাটপাড়া আছে ভাটপাড়াতেই৷ ফের ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে ভাটপাড়া থানার কাঁকিনাড়া বাজারের মধ্যে একটি বন্ধ থাকা রেশন দোকানে দুষ্কৃতীদের বোমা ছোঁড়ে৷ ঘটনার জেরে সাত সকালে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷ আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
বাসিন্দারা জানিয়েছেন, পাখির ডাক নয়, শনিবারের সকালে বোমার শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের৷ স্থানীয় বাসিন্দাদের কথায়, আমাদের এলাকায় তো বোমা পড়া নতুন কোনও ঘটনা নয়৷ তবে জগদ্ধাত্রী পুজোর সকালে এমন বোমার আওয়াজে আমরা চমকে উঠেছিলাম৷ বাইরে এসে দেখি, কালো ধোঁয়ায় চারিদিকটা ঢেকে গিয়েছে৷ বাসিন্দারা জানান, একটি নয়, পর পর বেশ কয়েকটি বোমা পড়ে এলাকায়৷
স্থানীয় সূত্রের খবর, কাঁকিনাড়া বাজারের মধ্যে থাকা একটি বন্ধ থাকা রেশন দোকানে বোমাগুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে টিনের শেড ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে দোকানদার কৃষ্ণময় রায় ঘটনাস্থলে আসেন। কৃষ্ণময়বাবুর দাবি, ‘‘তার কোনও শত্রু নেই। তবে কারা কেন বোমা মারল, তা বলতে পারব না।’’ ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি নিস্ক্রিয়তার জেরেই এলাকায় সমাজ বিরোধীদে দাপট৷ সেকারণেই এই বোমাবাজির ঘটনা৷ যার জেরে এলাকায় দিনের বেলাতেও চলা ফেরা দায় হয়ে উঠেছে বলে দাবি বাসিন্দাদের৷