CBI হেফাজতে লালন শেখের ‘রহস্যমৃত্যু’! হাই কোর্টে দায়ের মামলা, দ্রুত শুনানির আর্জি

CBI হেফাজতে লালন শেখের ‘রহস্যমৃত্যু’! হাই কোর্টে দায়ের মামলা, দ্রুত শুনানির আর্জি

কলকাতা: সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ‘রহস্যমৃত্যু’ ঘিরে শোরগোল৷ এই ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা করার অনুমতি দেয়। মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন৷ 

লালনের বিরুদ্ধে বগটুই গ্রামে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে তোলা হলে, লালনকে ৬ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷ পরে আরও ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ 

সোমবার রাতে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে যাওয়ার পর পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘‘সিবিআইয়ের ডিআইজির অফিস থেকে আজ (সোমবার) বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ আমাকে টেলিফোনে জানানো হয় যে, সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের জেরা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে যে আইনি প্রক্রিয়া রয়েছে, তা শুরু করা হয়েছে। ৪টা ৪০ নাগাদ এ নিয়ে  স্থানীয় থানাকেও সিবিআই-এর তরফে জানানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করবে পুলিশ। বিচারবিভাগীয় তদন্তও হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় আছি।’’