নদীয়া: প্রতিবারের মতো এবারেও নদীয়ার শান্তিপুরের ভাগীরথী তীরবর্তী মৎস্যজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা৷ শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবার চর এবং শহরের ১৬ নম্বর ওয়ার্ডের চরসাড়াগর সংযোগস্থলে, দীর্ঘদিন যাবৎ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে প্রতিবছর। করোনা পরিস্থিতির মধ্যে গতবছর শুধুমাত্র বন্ধ ছিল বলে জানা যায় এলাকায় সূত্রে। তবে এবারে আর বন্ধ হয়নি৷ সাড়ম্বরেই অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা৷
স্বভাবতই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এদিন নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলার বাইরে হাওড়া হুগলি চন্দননগর সুদূর মুর্শিদাবাদ থেকেও প্রতিযোগীরা এসেছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে৷ এবং তা দেখতে ভাগীরথীর তীরে ভিড় করা মানুষের সমাগম কার্যত দ্বিতীয় ভাঙা রাসের আকার নেয়৷ ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য কৃষ্ণপদ রাহা জানান, এলাকার মৎস্যজীবী পরিবারদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এবং গঙ্গাবক্ষে মৎস্যজীবীদের পেশার অনুশীলনের জন্য এই নৌকা বাইচের আয়োজন হয়ে আসছে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে৷ যাবৎ।
ফি-বারের মতো এবারেও প্রতিযোগিতায় অংশ নেওয়া আটটি দলকে আর্থিক সহযোগিতা এবং সংবর্ধনার পাশাপাশি প্রথম দ্বিতীয় তৃতীয় পুরষ্কার হিসাবে যথাক্রমে নগদ ২৫ হাজার, ১৫ হাজার এবং ৮ হাজার টাকা দেওয়া হয় উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে। অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিরা ক্ষোভের সুরে জানান, ‘‘অন্যান্য ক্রীড়াতে সরকারি সহযোগিতা পাওয়া গেলেও, নৌকা বাইচ খেলোয়াড়দের কোন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় না।’’ আয়োজক সংস্থার পক্ষ থেকে সত্যজিৎ সরকার জানান, ‘‘কোনরকম সরকারি সহযোগিতা ছাড়াই এলাকাবাসীর সাহায্য ও সহযোগিতায় এত বড় একটা অনুষ্ঠান চলে আসছে।’’