নার্সিং স্কুলের আড়ালে নীল ছবির শ্যুটিং! পর্দাফাঁস করল পুলিশ!

নার্সিং স্কুলের আড়ালে নীল ছবির শ্যুটিং! পর্দাফাঁস করল পুলিশ!

 

নিজস্ব সংবাদদাতা, মালদা: নার্সিং স্কুলের আড়ালে নীল ছবির শ্যুটিং৷ পর্দাফাঁস করল পুলিশ৷ বেশ কয়েকমাস ধরেই নার্সিং ট্রেনিং সেন্টারের আড়ালে চলছিল এই কাণ্ড৷ গোপন সূত্রে খবর পেয়ে যা ফাঁস করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুভাষ পল্লী এলাকায়৷ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ট্রেনিং সেন্টার খোলার নামে এই ঘর দুটি ভাড়া নেয় দুই যুবক৷ এরপর সেই ঘরেই চলত নীল ছবির শুটিং৷ যা ধীরে ধীরে আঁচ করতে পারেন এলাকাবাসীরা৷ তাদের দাবি, ওই ঘরে মদ্যপান করা হত একইসঙ্গে চলত এসব কাজকর্ম৷

এলাকায় এধরণের অসামাজিক কাজকর্ম হতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ৷ এরপরই তারা হানা দেয় ওই ঘরে৷ ঘরের মধ্যে থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার হয় দুই যুবক ও যুবতী৷ ঘটনায় ২ মহিলা আটক করে পুলিশ৷ মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়৷ জনবসতিপূর্ণ এলাকায় ঘর ভাড়া নিয়ে নীল ছবির শুটিং৷ এই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্র আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =