তৈরির দু’বছরেই ভাঙল নীল-সাদা জলের ট্যাঙ্ক, উঠছে কাটমানি প্রশ্ন!

তৈরির দু’বছরেই ভাঙল নীল-সাদা জলের ট্যাঙ্ক, উঠছে কাটমানি প্রশ্ন!

a5be2290b975b1b1b306c101c9c0bb29

বাঁকুড়া: উদ্বোধন হওয়ার প্রায় দু’বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ল নীল-সাদা রঙের জলের ট্যাঙ্ক৷ জলের ট্যাঙ্ক পুরোপুরি ধ্বসং হয়ে গেলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ 

জনস্বাস্থ কারিগরি দপ্তরের জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়াকে কেন্দ্র করে প্রশ্নের মুখে নির্মাণ সংস্থার ভূমিকা৷ তড়িঘড়ি তদন্ত কমিটি গঠনের নির্দেশ জনসাস্থ কারিগরি মন্ত্রীর৷ জানা গিয়েছে, আজ দুপুরে হঠাৎ বাঁকুড়া সারেঙ্গা ফতেডাঙায় রাজ্য জনস্বাস্থ কারিগরি দপ্তরের একটি জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ তৈরি দু'বছরের মধ্যেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা৷ 

উদ্বোধনের দু'বছরের মধ্যে কীভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল? তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, এই প্রকল্প করতে গিয়ে খুব সম্ভবত নির্মাণ সংস্থাকে বড়সড় কাটমানি হতে হয়েছিল৷ আর সেই কারণে নির্মাণে খামতি ছিল৷ আর সেই কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে জলের ট্যাঙ্ক৷ 

যদিও, বিরোধীদের তোলা কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের কারিগরিমন্ত্রী৷ সাফ জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে, কীভাবে নির্মাণের দু'বছরের মধ্যে ভেঙে পড়ল৷ তদন্ত কমিটি গঠন করে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ গাফিলতি কার সেটাও দেখা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *