কলকাতা: কলকাতা অলা-উবের অ্যাপ ক্যাব ওপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের উদ্যোগে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে ১৩৫ জন রক্ত দান করেন। ১২ জন মহিলা ড্রাইভার রক্ত দান করেন। আরও প্রায় ৪০ জন রক্তদান করার জন্য উপস্থিত হয়েছিলেন। এই কাজে সামিল হতে এসেছিল বঙ্গ সিপিএম নেতৃত্বও।
আরও পড়ুন- পেনড্রাইভে রোদ্দুরের বক্তব্য আদালতে পেশ, রায়দান আপাতত স্থগিত
মানিকতলা টেলিফোন এক্সচেঞ্জের বিপরীতে সিআইটিইউ অফিসে সরকারি ব্লাড ব্যাঙ্ক, এনআরএস ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই রক্তদান শিবির করা হয়। রক্তদান শিবির শুরু হয় সিআইটিইউ-এর পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক মহঃ মনু, ইউনিয়নের নেতৃত্ব মানস চৌধুরী, সেখ আজম, নিরু খান, নিখিল মাইতি। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা ডাঃ সূর্যকান্ত মিশ্র, মহঃ সেলিম, পলাস দাস, অনাদি সাহু, দেবাশিষ রায়, দেবাঞ্জন চক্রবর্তী, তরুণ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, মৃনাল রায় চৌধুরী, অজিত চৌধুরী, নারায়ণ মণ্ডল, দেবাশীষ চট্টোপাধ্যায়, পারমিতা সেন রায়, কৌস্তভ চট্টোপাধ্যায়, বিকাশ ঝা, ওয়াজেদ হোসেন, পলাস দে, দেবাঞ্জন দে, অর্জুন রায়রা।
মহঃ সেলিম বলেন, লকডাউনের সময় এই ওলা-উবের চালকরা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। কোভিড রোগীদের তারা হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন। তার জন্য অভিনন্দন। আজ আবারও তারা এক সামাজিক দায়িত্ব পালন করলেন। তাদের অভিনন্দন। ডাঃ সূর্যকান্ত মিশ্র বলেন, রাস্তার লড়াইয়ে যেমন এই চালকরা লড়ছেন তেমনই তারা সামাজিক দায়িত্ব পালন করছেন। এই কাজের জন্য তাদের অভিনন্দন।