ভরদুপুরে বিস্ফোরণে কাঁপল রাজারহাট, জখম

রাজারহাট: নির্বাচনের মুখেই বোমা বিষ্ফোরণ হল খাস কলকাতায়। বোমার আঘাতে জখম হলেন ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাজের জন্য রাজারহাট বৈদিক ভিলেজের কাছে লাউহাটি কাঁচকল এলাকায় কিছু পাথর মজুত করে রাখা হয়েছিল। সেখানে আজ সকালে কাজ করতে যান ২ জন শ্রমিক। তাঁরা পাথর সরাতেই বিস্ফোরণটি ঘটে। অভিযোগ, পাথরের নিচেই রাখা

ভরদুপুরে বিস্ফোরণে কাঁপল রাজারহাট, জখম

রাজারহাট: নির্বাচনের মুখেই বোমা বিষ্ফোরণ হল খাস কলকাতায়। বোমার আঘাতে জখম হলেন ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাজের জন্য রাজারহাট বৈদিক ভিলেজের কাছে লাউহাটি কাঁচকল এলাকায় কিছু পাথর মজুত করে রাখা হয়েছিল। সেখানে আজ সকালে কাজ করতে যান ২ জন শ্রমিক। তাঁরা পাথর সরাতেই বিস্ফোরণটি ঘটে। অভিযোগ, পাথরের নিচেই রাখা ছিল বোমাটি। পাথর সরাতে গেলেই সেটি বিকট আওয়াজ করে ফেটে যায়। বিস্ফোরণের জেরে ছিটকে পরেন দুইজন শ্রমিক। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোমাটি ওই জায়গায় কী করে এল? বা কারা রাখল? এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। তবে স্থানীয়দের অনুমান, ভোটের দিন এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাথরের আড়ালে লুকিয়ে রেখেছিল সেই বোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 2 =