কলকাতা: আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল বিধাননগর। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার নয়াপট্টির এক জঞ্জালের স্তূপে বিস্ফোরণ ঘটে, যার জেরে গুরুতর আহত হয়েছে দুই শিশু।ওই জঞ্জালের স্তূপের কাছেই শিশু দু’টি খেলছিল। তখনই কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দ হয়। আশেপাশের স্থানীয়রা বুঝতে পারেন বিস্ফোরণ ঘটেছে। নয়াপট্টিতে সুইস গেটের কাছে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
তবে হঠাৎ করে এই জঞ্জালের স্তুপে কী ভাবে বিস্ফোরণ হল তা এখনই বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জঞ্জালে পুরোনো ব্যাটারি পড়ে থাকতে পারে। সেই ব্যাটারি ফেটেই হয়তো বিপত্তি ঘটেছে। আরও বড় আকার বিস্ফোরণ ঘটতে পারত বলেও অনুমান করা হয়েছিল। তাহলে আরও বড় রকমের ক্ষতি হতে পারত। আপাতত জখম ওই দুই শিশুকে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তবে আদৌ ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটেছে না অন্য কোনও বস্তু সেখানে রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।