কলকাতা: সকাল থেকেই পুরভোট নিয়ে উত্তপ্ত ছিল শিয়ালদহ। শিয়ালদহের টাকি গার্লস স্কুলে খানিক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবার ৩৬ নম্বর ওয়ার্ডে বোমা ফাটার মত ঘটনা ঘটল। ঘটনায় এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ সকাল থেকেই সেখানে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বয়েজ স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় মোট দুজন আহত। বিজেপি প্রার্থী রবি কান্ত সিংকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ গেরুয়া শিবিরের। এদিকে, তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। একে ওপরের বিরুদ্ধে অভিযোগ করছে সকল রাজনৈতিক দল।
এই মুহূর্তে এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। তাদের বক্তব্য, যারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং যেখানে এই ঘটনা ঘটেছে তা ভোট কেন্দ্র থেকে ২০০ মিটারের বাইরে। তাই ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করা হয়েছে। অন্যদিকে আবার ফুলবাগান এলাকায় বোমাবাজির যে অভিযোগ উঠছে, তা বিরোধী দলের বিরুদ্ধে, যা করেছে তৃণমূল কংগ্রেস। ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া ঘোষ দাবি করেছেন, এলাকায় তৃণমূলের ব্যানার, ফ্লেক্স সব ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পিএনটি মাঠ সংলগ্ন এলাকায় বোমাবাজি করা হয়েছে। পাপিয়া জানাচ্ছেন, আজ ভোরের দিকে ওই এলাকায় ৪ থেকে ৫ টি বোমা ফেলা হয়েছে এবং তৃণমূল ক্যাম্প অফিসে ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয়।