কলকাতা: সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল নোদাখালি। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাজি কারখানায় বারুদে বিষ্ফোরণ হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নোদাখালীর মোহনপুরে এই ভয়ানক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, যে বাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে সেখানেই বেআইনিভাবে বাজি তৈরি হত। বিস্ফোরণের ফলে বাড়ির মালিক সহ ৩ জনের দেহাংশ ছিটকে পড়ে। আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাপকভাবে। পুলিশ সংবাদমাধ্যমকে ছবি করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে আশে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে এবং যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে ও দেওয়ালের একাংশ প্রায় ২০০ মিটার ছিটকে গিয়ে পড়েছে বলে জানা গিয়েছে। সেই সময় বাড়িতে উপস্থিত ছিল তিনজন সদস্য যাদের দেহ বিস্ফোরণের কারণে এদিক-ওদিক ছিটকে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে একজনের দেহ ছিটকে গিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে। বাড়ির মালিকের নাম অসীম মন্ডল এবং তার বাড়িতেই এতদিন ধরে বেআইনিভাবে বাজি প্রস্তুত হত বলে স্থানীয় সূত্রে খবর। বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ আধিকারিকরা এবং দমকল বাহিনী। আপাতত আগুন নেভানোর কাজ শুরু হয়েছে এবং জানা গিয়েছে ঘটনাস্থলে ফরেনসিক দল আসছে।