Aajbikel

এগরা, বজবজের পর মালদহ, ফের বাজির গুদামে বিস্ফোরণ, ঝলসে মৃত এক, আহত কমপক্ষে তিন

 | 
বিস্ফোরণ

মালদহ: এগরা, বজবজের পর মালদহ৷ ফের বাজির গুদামে আগুন। বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ 

মালদহের ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ ওই বাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় মানুষ ভেবেছিলেন কোনও বোমা ফেটেছে। কিন্তু পরে জানা যায়, বাজারে যে বাজির গুদাম রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই বাজির গুদামকে কেন্দ্র করে একাধিক বাজির দোকান ছিল। মঙ্গলবার সকালে ওই গুদামের সামনে গাড়ি থামিয়ে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যেতেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে গুদামে আগুন ধরে যায়। গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে বাজি কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিন জন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইংরেজবাজারের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 

গনি খান চৌধুরীর আমলে মালদহ শহর এলাকায় গড়ে ওঠে নেতাজি পুরবাজার৷ এটি এখানকার  একমাত্র পাইকারি বাজার। ছোট, বড় নানা দোকান রয়েছে এই বাজারে৷ বাজির দোকানে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, ওই গুদামে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। এর থেকে আরও বড় বিপদ হতে পারত বলে শঙ্কিত স্থানীয়রা। 

 

 

Around The Web

Trending News

You May like