Aajbikel

বঙ্গে ফের মারাত্মক বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ

 | 
বিস্ফোরণ

এগরা: কয়েক মাস আগেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এবার আবার একই রকম ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরায়। এখানে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। তবে অনেকের মতে, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত ওই কারখানায়। 

এগরার খাদিকুল গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর রাস্তায় একাধিক ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে খবর, ঘটনার তদন্তে গ্রামে পুলিশ ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। কিন্তু কেউ কেউ তাদের ওপর হামলাও করে। কিন্তু নিজেদের মতো করে তদন্ত শুরু করে দিয়েছে এগরা থানার পুলিশ। জানা গিয়েছে, একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আপাতত বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ঠিক কী ভাবে এই বিস্ফোরণ বা এর কারণই বা কী, তা এখনও স্পষ্ট নয়। 

এগরা ১ নম্বর ব্লকের সাহারা খাদিকুল গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আচমকাই কান ফাটানো আওয়াজ কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, বাজি কারখানা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দেহ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে ঘটনায়। আর কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

Around The Web

Trending News

You May like