Aajbikel

এগরা, বজবজের পর এবার বীরভূমে বিস্ফোরণ, উড়ল তৃণমূল নেতার বাড়ি

 | 
বিস্ফোরণ

বোলপুর: এগরায় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার পর বজবজেও একই রকম ঘটনা ঘটেছিল। তা নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার রাজ্যে বিস্ফোরণের ঘটনা। এবার কেষ্ট 'গড়' বীরভূমে। জেলার দুবরাজপুরে এদিন দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিস্ফোরণে যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্থানীয় তৃণমূল কর্মীর। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও। 

এদিন বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোরাপাড়া গ্রামে বিস্ফোরণে আবার একাধিক প্রশ্ন উঠে গেল। পুলিশ এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির দেওয়াল, ছাদ ফেটে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত রাখা ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এমনকি এও জানা গিয়েছে, ওই বাড়ির আশেপাশে কয়েকটি বাড়িতেও বিস্ফোরণের তীব্রতায় ফাটল দেখা দিয়েছে। বিস্ফোরণের তীব্রতা দেখে পুলিশের অনুমান, বাড়িতে অন্তত ৫০-এর বেশি বোমা মজুত ছিল। বাড়ির মালিক পলাতক বলে জানা গিয়েছে। 

গত সপ্তাহে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘটনা মিলিয়ে ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছেে এবং দুই ঘটনার তদন্ত করছে সিআইডি। এবার দেখা যাক, এই ঘটনারও তদন্তভার তাদের ওপর গিয়ে পড়ে কিনা।  

Around The Web

Trending News

You May like