ফের বোমা বিস্ফোরণ রাজ্যে, আহত তৃণমূল উপপ্রধানের সহযোগী

ফের বোমা বিস্ফোরণ রাজ্যে, আহত তৃণমূল উপপ্রধানের সহযোগী

বোলপুর: পঞ্চায়েত ভোট এখন অতীত। কিন্তু অতীত হচ্ছে না বোমা বিস্ফোরণ, বোমা উদ্ধারের ঘটনা। আবার বাংলায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং তা আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। এবারেও ঘটনাস্থল সেই বীরভূম। জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হওয়া ব্যক্তি তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের সহযোগী। এই মুহূর্তে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে খবর মিলেছে, বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে এলাকায় বোমা বাঁধছিলেন তিনি। সেই সময় ঘটে বিস্ফোরণ। এর পাশাপাশি সিউড়ির ধল্লা গ্রাম থেকে উদ্ধার হয়েছে তিন ড্রাম বোমা। দুই ঘটনার সঙ্গে একই ব্যক্তিদের মিল আছে কিনা তা জানতে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।

পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে, প্রাণ গিয়েছে একাধিকজনের। যে সমস্ত জায়গায় বোমা উদ্ধার হয়েছে তাদের মধ্যে নাম ছিল বীরভূমেরও। এখন ভোট পর্ব মিটে গেলেও বোমা-পর্ব না মেটায় সাধারণ মানুষ চিন্তিত। আর কতদিন এইভাবে বিস্ফোরণের ঘটনা রাজ্যে ঘটবে, আর কত প্রাণ যাবে বা মানুষ আহত হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে প্রশাসনের তরফে বোমা উদ্ধার করা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হলেও তা যে বাস্তবায়িত হয়নি, এটাই বোঝা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =