লাল নয়, ভোল বদলে লেপের গায়ে জড়ানো তৃণমূলের জোড়া প্রতীক, বিকচ্ছে হট কেকের মতো

লাল নয়, ভোল বদলে লেপের গায়ে জড়ানো তৃণমূলের জোড়া প্রতীক, বিকচ্ছে হট কেকের মতো

রামপুরহাট:  বঙ্গ জুড়ে শীতের আমেজ। রাত বাড়তেই বাড়ছে শীত৷ সকালেও বেশ ভালোই ঠাণ্ডা লাগছে৷ দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলিতে শীতের কামড় একটু বেশিই থাকে, তার মধ্যে অন্যতম হল বাঁকুড়া৷ তাই শীত জাঁকিয়ে বসার আগেই শুরু হয়েছে লেপ কেনার হিড়িক৷ ফুরসত নেই লেপ-তোষকের কারিগরদেরও৷ কিন্তু এবার ক্রেতাদের জন্য রয়েছে বড় চমক৷ সনাতন লাল কাপড়ে তুলো ভরে লেপ নয়৷ লেপের ভোল বদলে তাক লাগিয়েছেন লেপের কারিগর মহম্মদ তালিম মনজুরি৷ 

আরও পড়ুন- ‘অশিক্ষিত উজবুক দিলীপকে বাঙালি ঘৃণা করবে’, বিস্ফোরক সৌগত

রামপুরহাট পুরসভার সামনে ৩০ বছরের পুরনো লেপের দোকান তাঁর৷ বেশ সুনামও রয়েছে৷ কিন্তু একুশের শীতে তিনি নিয়ে এসেছেন বড় চমক৷ লাল কাপড় নয়, বরং সাদা রংয়ের উপর তৃণমূল কংগ্রেসের প্রতীক আঁকা কাপড় দিয়ে লেপ তৈরি করে জেলার মানুষকে তাঁক লাগিয়েছেন মহম্মদ তালিম মনজুরি৷ আর চাহিদার মুখে তাঁর তৈরি এই লেপ বিকচ্ছে হট কেকের মতো৷ পথ চলতি মানুষেরও নজর কাড়ছে তাঁর তৃণমূলের প্রতীক আঁকা এই লেপ৷ কেনার উদ্দেশে না এলেও, পছন্দ হয়ে যাওয়ায় অনেকেই লেপের বরাত দিয়ে দিচ্ছেন৷ এমন লেপ এই প্রথম বানালেন মনজুরিও৷

রামপুরহাটের এক বাসিন্দা বলেন,  ‘‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম৷ এরকম একটা লেপ দেখে দাঁড়িয়ে পড়লাম৷ এতদিন আমরা লাল লেপ দেখেই অভ্যস্ত৷ কিন্তু তৃণমূলের প্রতীক দেওয়া এই লেপ দেখে দারুণ পছন্দ হয়ে গেল৷’ তবে তিনি একা নন, এই লেপের প্রেমে পড়েছেন অনেকেই৷ লোভ সামলাতে না পেরে চটপট করে তাঁরা তা কিনেও নিচ্ছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + six =