দিঘা: সেই নিল দিগন্ত জলরাশি কোথায়৷ তার পরিবর্তে সমুদ্রের জল একে বারে কোলা ঘোলা। স্নান করতে গেলে চোখে মুখে কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কালো নোংরা জল। এই ঘোলা জলে বাচ্চারা স্নান করতেই বমি করে ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে জোয়ার আসার সঙ্গে সঙ্গে সমুদ্রে স্নান করা যাবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। সমুদ্রস্নানের ক্ষেত্রে তাই কিছুটা হলেও নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বেড়াতে আসা পর্যটকদের৷
ঠিক কি কারনে এমন ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে এর আগেও দিঘার সমুদ্রের জল ঘোলাটে হতে দেখা গিয়েছিল৷ স্বাধীনতা দিবসের আগেই সৈকত নগরীর দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। এদিকে দিঘার সমুদ্রে কালো জল। ফলে পর্যটকদের আনন্দের মাটি হল। মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া সহ প্রভৃতি বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা কার্যত হতাশ। হতাশ হয়ে অনেকেই এদিন হোটেল ছেড়ে বাড়ি মুখো হয়েছেন। পর্যটকদের একাংশ বলছেন, কিভাবে এটা হল সেটাই বুঝতে পারছি না৷ একই কথা শোনা গিয়েছে হোটেল ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের কথাতেও৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসনের কর্তারাও৷ তাঁরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ তবে যুক্তিগ্রাহ্য কারণ, এখনও নেই কারও কাছে৷