মানুষের স্বার্থে VAT কমাক রাজ্য, সরকারের উপর পাল্টা চাপ বিজেপির

মানুষের স্বার্থে VAT কমাক রাজ্য, সরকারের উপর পাল্টা চাপ বিজেপির

কলকাতা:  জ্বালানির শুল্ক কমিয়ে বুধবার মধ্যরাত থেকেই পেট্রল-ডিজেলের নয়া দাম কার্যকর করেছেন মোদী সরকার৷ পেট্রলে লিটার পিছু ৫ টাকা ও ডিজেলে লিটার পিছু ১০ টাকা দাম কমেছে৷ এবার সেই প্রসঙ্গ সাননে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জনদরদী’ সরকারের ওপর পাল্টা চাপ তৈরির পথে হাঁটলেন বঙ্গ বিজেপির ত্রয়ী৷ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী৷

মোদী সরকার পেট্রল-ডিজেলের দাম কমাতেই  নিজের টুইটার হ্যান্ডেল থেকে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ টুইটে লিখেছেন, ‘‘দেশবাসীকে দিওয়ালির উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্য সরকারের উচিত তাদের তরফে পেট্রোপণ্যের শুল্ক কমানো।’’ আরও একধাপ এগিয়ে মোদীর দীপাবলির শুভেচ্ছা সম্বলিত ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইটারে লিখেছেন, ‘এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে VAT কম করা।’’

প্রসঙ্গত, চলতি বছরে দফায় দফায় প্রায় ৩৩টাকা দাম বেড়েছে পেট্রলের৷ ডিজেল পার করেছে সেঞ্চুরি৷ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দাম বেড়েছে অন্যান্য পণ্যেরও৷ দাম বেড়েছে গ্যাসেরও৷ ফলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়৷ যার ভিত্তিতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে অভিযোগ করেছেন, ‘‘পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরাছে মোদী সরকার।’’ পাল্টা হিসেবে শুভেন্দুর দাবি ছিল, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৩৮ টাকা কর নিচ্ছে। কেন ২০ টাকা ছেড়ে দিচ্ছে না সরকার?’’ ইতিমধ্যে কেন্দ্রের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্য শুল্ক কমানোর পথে হাঁটা শুরু করেছে৷ এবার বাংলা কি পদক্ষেপ গ্রহণ করে, আপাতত সেদিকেই নজর রাখছেন সাধারণ মানুষ থেকে রাজনীতির কারবারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =