বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ

বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ

কলকাতা: বিজেপির শহিদ দিবস উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে সোমবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে৷ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা৷ কর্মসূচি পালনকে কেন্দ্র করে অশান্তি হয়েছে পানিহাটিতেও।

হেস্টিংসে বিজেপির রাজ্য দফতর থেকে ওই মশাল মিছিল বের হওয়ার পরই সেন্ট্রাল অ্যাভনিউতে পুলিশ রাস্তা আটকায় বলে অভিযোগ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তিও৷ বিজেপির তরফে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ আনা হয়েছে৷ অন্যদিকে আইন ভাঙার অভিযোগে ঘটনাস্থল থেকে বিজেপির আট কর্মীকে আটক করেছে পুলিশ৷  সংবাদমাধ্যমে শুভেন্দু বলেন, ‘‘এভাবে পুলিশ দিয়ে মানুষের মুখের প্রতিবাদ ওরা বন্ধ করতে পারবে না৷ বাংলায় আইন নেই সেটা আরও একবার প্রমাণিত হল৷’’

অন্যদিকে শহিদ দিবস উপলক্ষে এদিন পানিহাটির মুরাগাছা মোড় থেকে বের হওয়া বিজেপির মশাল মিছিল আটকে দেয় পুলিশ। বিধায়ক অনুপ সাহা   ও বিজেপি নেতা শীলভদ্র দত্তর নেতৃত্ব এদিন পানিহাটিতে মিছিল করে কয়েকশো বিজেপি কর্মীর। সেসময় পুলিশ প্রতিরোধ গড়ে তুললে পাল্টা প্রতিরোধের পথে হাঁটেন বিজেপির নেতা, কর্মীরা৷ পুলিশকে বোকা বানাতে তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করার চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে হয় বচসা।

বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি৷ এরপরই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পুলিশের দাবি, প্রথমে পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের করোনা বিধি ভঙ্গ না করার জন্য আবেদন জানানো হয়েছিলষ কিন্তু তাঁরা তা শোনেননি৷ উলটে পুলিশকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন৷ তখনই পদক্ষেপ গ্রহণ করা হয়৷  আইন ভাঙার অভিযোগে পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের আটক করে৷ পরে মহামারী আইন অমান্য করার অভিযোগে সাতজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =