ব্রিগেডের জঞ্জাল সাফাইয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযান বিজেপির

কলকাতা: বুধবার ব্রিগেডে বিশাল জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার ২০০ জন বিজেপি কর্মী মোদির জনসভার পর মাঠের আবর্জনা পরিস্কার করলেন৷ কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসাবে পরিষ্কার করা হয় ব্রিগেড৷ ভারতীয় জনতা পার্টির দাবি, নরেন্দ্র মোদির সভায় কয়েক লক্ষ লোক এসেছিলেন বুধবার। যদিও, সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে বিরোধী শিবির৷ নরেন্দ্র মোদি বুধবার

ব্রিগেডের জঞ্জাল সাফাইয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযান বিজেপির

কলকাতা: বুধবার ব্রিগেডে বিশাল জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৃহস্পতিবার ২০০ জন বিজেপি কর্মী মোদির জনসভার পর মাঠের আবর্জনা পরিস্কার করলেন৷ কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসাবে পরিষ্কার করা হয় ব্রিগেড৷

ভারতীয় জনতা পার্টির দাবি, নরেন্দ্র মোদির সভায় কয়েক লক্ষ লোক এসেছিলেন বুধবার। যদিও, সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে বিরোধী শিবির৷ নরেন্দ্র মোদি বুধবার মঞ্চ থেকেও বলেছিলেন, ব্রিগেডে এত লোক আগে কখনও দেখননি তিনি৷ সংবাদসংস্থাকে বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, “ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পরিষ্কার করে তুলতে আমাদের কলকাতা শাখার প্রায় ২৫০ জন কর্মী হাত লাগিয়েছেন৷’’ তাঁর আশা, শুক্রবার সকালের মধ্যেই সম্পূর্ণ ‘স্বচ্ছ’ হয়ে উঠবে ব্রিগেড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =