কলকাতা: আবহাওয়া দফতরের খবর বলছে, শেষ বেলায় একের পর এক ছক্কা হাঁকাবে শীত, জানুয়ারির শেষ পারদ নামছে হু হু করে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে চোখ রাখলে তা বোঝার উপায় নেই। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক বাদানুবাদে ততই উত্তপ্ত হয়ে চলেছে বাংলার পরিস্থিতি। সেই উত্তাপের আবহেই ফের একবার শাসকদলকে এক হাত নিলেন বিজেপি নেতৃত্ব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু দিন ধরেই সরগরম রাজনৈতিক আবহ। এবার বিজেপি নেতা অর্জুন সিং এবং সৌমিত্র খাঁর তোপের মুখে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ‘ভাইপো’ ২৪ লাখ টাকার হীরের চশমা পড়েন, এদিন এমনটাই দাবি করলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে যে আদতে মুখ্যমন্ত্রীর সম্পত্তি অনেক, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের৷
জনসভা থেকে সৌমিত্র খাঁ বলেন, “মুখ্যমন্ত্রী সততার প্রতীক হলে সাদা শাড়ি হাওয়াই চপ্পলের সঙ্গে হাতে দেড় লক্ষ টাকার আইফোন কেন থাকে? ওঁর ভাইপো ২৪ লক্ষ টাকা দিয়ে হীরের চশমা পড়ে।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পকে কটাক্ষ ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা ছুটিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় এলে বাড়িতে বাড়িতে স্কুটি দেবে। প্রতিটি পরিবারে চাকরি দেব। এই রাজ্যে কেউ বেকার থাকবে না।”
এদিকে ‘ভাইপো’কে নিশানা করে আক্রমণ শানিয়েছেন বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংও। সম্প্রতি গোরু পাচার কাণ্ডের সিবিআই সক্রিয়তায় উঠে এসেছে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের নাম। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ‘ফেরার’ বিনয় মিশ্রকে ‘ভাইপো’ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন, এদিন এমনটাই দাবি করেন অর্জুন সিং৷ এখানেই শেষ নয়, তিনি আরো বলেছেন, “বিনয় মিশ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ডায়মন্ড হারবারের তিন জন পুলিশকর্মী। শুভেন্দু অধিকারী তাঁদের নাম বলে দিয়েছেন।” সব মিলিয়ে বিজেপি নেতাদের নিশানায় যে রয়েছেন ‘ভাইপো’ তা বলাই বাহুল্য৷ এখন ডায়মন্ড হারবার থেকে এর কি জবাব আসে, সেটাই দেখার।