কুকুরের মুখোশ পরে ‘ঘেউ ঘেউ’, বিক্ষোভ বিজেপির

কলকাতা: কেন্দ্রের হারে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন ঘেরাও বিজেপি কর্মচারী সংগঠনের৷ কুকুরের মুখোশ পরে ঘেউ ঘেউ শব্দ তুলে বিক্ষোভ বিজেপির৷ বিকাশভবন যাওয়ার আগেই মিছিল আটকায় পুলিশ৷ শুরু হয় ধস্তাধস্তি৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়৷ কিন্তু, পুলিশ বাঁধা পেয়ে পথেই বসে পড়েন বিজেপি প্রভাবিত কর্মচারী সংগঠনের কর্মীরা৷ চলে বিক্ষোভ৷ বিজেপির কর্মচারী সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার কর্মীদের

কুকুরের মুখোশ পরে ‘ঘেউ ঘেউ’, বিক্ষোভ বিজেপির

কলকাতা: কেন্দ্রের হারে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন ঘেরাও বিজেপি কর্মচারী সংগঠনের৷ কুকুরের মুখোশ পরে ঘেউ ঘেউ শব্দ তুলে বিক্ষোভ বিজেপির৷ বিকাশভবন যাওয়ার আগেই মিছিল আটকায় পুলিশ৷ শুরু হয় ধস্তাধস্তি৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়৷ কিন্তু, পুলিশ বাঁধা পেয়ে পথেই বসে পড়েন বিজেপি প্রভাবিত কর্মচারী সংগঠনের কর্মীরা৷ চলে বিক্ষোভ৷

বিজেপির কর্মচারী সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার কর্মীদের মহার্ঘ ভাতা আটকে রেখেছে৷ বেতন কমিশনের মেয়াদ বাড়িয়ে সরকারি কর্মীদের সঙ্গে প্রতারণা করছে৷ এই পরিস্থিতিতে তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্রের হারে বেতন বৃদ্ধি করুক রাজ্য সরকার৷ তাঁদের এই দাবি না মিটলে বড়সড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =