বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বসিরহাট! কার্যালয়ে তালা বিজেপি কর্মীদের

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বসিরহাট! কার্যালয়ে তালা বিজেপি কর্মীদের

 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বসিরহাটে। রবিবার বসিরহাটের টাউনহল জেলা পার্টি অফিসে সামনে হাতে বিজেপির পতাকা নিয়ে মুখে কালো ফেটি বেঁধে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের কিছু কর্মী। বসিরহাট বিজেপি জেলা পার্টি অফিসের গেটে হাতুড়ি দিয়ে তালা ভেঙে নতুন তালা মারলো বিজেপির দুলাল রায়ের গোষ্ঠী। বিজেপি দুলাল রায়পন্থী গোষ্ঠীর দাবি, বসিরহাট জেলার বিজেপি সভাপতি তারক ঘোষ তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কাছ থেকে টাকা খেয়ে বসিরহাটের বিজেপির দলটাকে বিক্রি করে দেবার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজ টাউন হলে বিজেপির জেলা পার্টি অফিসে তালা ভেঙে নতুন করে তালা মারে তারা।

বিজেপির দলীয় সূত্রে খবর, বসিরহাট জেলা কমিটির পদ থেকে তিনজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং  এই নভেম্বর মাসের ২৪ তারিখের আরও চারজনকে পদ থেকে সরানোর প্রতিবাদেই এই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত বলে জানা যায়। বিজেপির বসিরহাট জেলার সহ-সভাপতি দুলাল রায়, বসিরহাট যুব মোর্চা সাধারণ সম্পাদক বিট্টু কর্মকার , পুর মন্ডল ওয়ান এর সহ-সভাপতি বিশ্বনাথ এই তিনজনকে অক্টোবরের ২৭ তারিখে সাসপেন্ড করা হয় এবং ২৪ শে নভেম্বর আরও চার জন মণ্ডল প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়। দুলাল রায়ের গোষ্ঠীর দাবি নতুন জেলা সভাপতি তারক ঘোষ বিনা আলোচনাতেই হঠাত্ করে বরখাস্ত করে এদের। দুলাল রায়ের অভিযোগ, দলে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে জেলার সভাপতি তারক ঘোষ৷ তার যখন যাকে ইচ্ছা বরখাস্ত করে দিচ্ছে৷

বসিরহাট জেলার সভাপতি তারক ঘোষের অপসারণের দাবিতে আজ এই বিক্ষোভ বলে জানিয়েছেন বসিরহাট জেলার সহ-সভাপতি দুলাল রায়৷ যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হয় ততদিন পার্টি অফিস তালা মেরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *