‘বিজেপি’র গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র’

দুর্গাপুর:‘গলায় গামছা, মুখে রাম, দাঙ্গা লাগানোয় তাঁদের কাম৷ এই হচ্ছে বিজেপি৷ যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল৷ সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে৷ বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র৷ দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও৷’ শুক্রবার পূর্ব বর্ধমানের গলসীর জনসভা থেকে বিজেপিকে এভাবে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন গলসীর হাইস্কুল ময়দানে তৃণমূলের

‘বিজেপি’র গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র’

দুর্গাপুর:‘গলায় গামছা, মুখে রাম, দাঙ্গা লাগানোয় তাঁদের কাম৷ এই হচ্ছে বিজেপি৷ যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল৷ সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে৷ বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র৷ দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও৷’ শুক্রবার পূর্ব বর্ধমানের গলসীর জনসভা থেকে বিজেপিকে এভাবে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এদিন গলসীর হাইস্কুল ময়দানে তৃণমূলের বিগ্রেড সভার প্রস্তুতি সভা ছিল৷ মুখ্য বক্তা ছিলেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বক্তব্যে আগাগোড়া বিজেপিকে তুলোধনা করেন৷ বলেন, ‘‘সিপিএম আমলে শুনতাম ইনক্লাব জিন্দাবাদ, হার্মাদ খাবে মানুষ বাদ৷ এখন শুনছি গলায় গামছা মুখে রাম৷ দাঙ্গা লাগানোয় তাদের কাম। এই হচ্ছে বিজেপি। এরা রামকে বিক্রি করে গরুর নামে রাজনীতি করছে। কেউ বশ্যতা স্বীকার না করলে ইডি, সিবিআই লেলিয়ে দেয়।”

তিনি আরও বলেন,” বিজেপি বাংলার রসগোল্লা খেতে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় হেরেছে। যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল। সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে। বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র। দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও। বুন্দেলশহরে গরু বাঁচাতে গিয়ে একজন পুলিশ অফিসারকে প্রাণ দিতে হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =