‘অশান্তির ইন্ধন দিচ্ছেন মমতা’, কমিশনে নালিশ বিজেপির! ক্ষমা চাইলেন গেরুয়া জিতেন্দ্র!

‘অশান্তির ইন্ধন দিচ্ছেন মমতা’, কমিশনে নালিশ বিজেপির! ক্ষমা চাইলেন গেরুয়া জিতেন্দ্র!

776448b6091d77831e59799a02a7e2fc

কলকাতা: ভোটের উত্তাপে তপ্ত বাংলা৷ করোনা ভয় উড়িয়ে চলেছে প্রচার৷ কে কত জনদরদি, তার প্রমাণ দেওয়ার চেষ্টা৷ আর সেই চেষ্টায় সামিল হতে গিয়েছে বাংলায় রাজনীতির ময়দানে চলছে ‘ভাষা-দূষণ’! এবার বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা প্রার্থনা করলেন খোদ তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো সদ্য গেরুয়া প্রার্থী৷ অন্যদিকে, খোদ বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ গেরুয়া শিবিরের৷

মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তুলে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে৷ বিজেপি সাংসদ অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান৷ পরে বাইরে তারা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন, মাথায় তিলক ও গেরুয়া পরিহিতরা রাজ্যের সংস্কৃতি নষ্ট করছেন৷ তাঁর এই মন্তব্যে ‘সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির ইন্ধন’ রয়েছে৷ অর্জুন সিং বলেন, তদারকি মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অশান্তিতে ইন্ধন যোগাচ্ছেন, তা নিন্দনীয়৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীকে সব রকমের প্রচার থেকে দূরে রাখার অনুরোধ জানিয়ে তারা ভিডিও ফুটেজ সহ দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে জানান অর্জুন সিং৷

অন্যদিকে, পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারী  নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্নে নির্বাচন কমিশনের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাবে ক্ষমা প্রার্থনা করেছেন৷ নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী ভোটে জিতলে বয়স্ক মানুষদের অযোধ্যা ভ্রমণ করানোর প্রতিশ্রুতি দেন৷ এতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ করে৷ তার ভিত্তিতে কমিশন পাণ্ডবেশ্বর রিটার্নিং অফিসারের মাধ্যমে তাঁকে শো কজ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *