জলপাইগুড়ি: ভোট শেষে ইভিএম জমা দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি এজেন্ট! জলপাইগুড়ির এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের৷
তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, ভোট শেষ হওয়ার পর ইভিএম লুঠের চেষ্টা ছিল গেরুয়া শিবিরের৷ আর সেই কারণে বিজেপির ৩ এজেন্ট ইভিএম নিয়ে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে উঠে পড়েছিল৷ বিজেপির পাল্টা দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি৷ গোটা ঘটনা আজগুবি বলে দাবি গেরুয়া শিবিরের৷ দু’পক্ষ ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকেছে৷ জল গড়িয়েছে কমিশন পর্যন্ত৷
তৃণমূলের তরফে তোলা অভিযোগ প্রসঙ্গে জেলাশাসক জানিয়ে দিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনও প্রমাণ মেলেনি৷ তবে, তৃণমূলের অভিযোগ, ভোট শেষ হওয়ার পর ইভিএম নিয়ে যখন কেন্দ্রীয় বাহিনী ডিসিআরসির দিকে রওনা হয়, সেই সময় বিজেপির ৩ এজেন্ট বাহিনীর সঙ্গে একই গাড়িতে উঠেছিলেন৷ যা আইন বিরুদ্ধ৷ ইভিএমে গরমিল করার চেষ্টা হয়ে থাকতে পারে বলে অভিযোগ৷ বিজেপির পাল্টা দাবি, ভোট শেষ অশান্তি পাকাতে তৃণমূল এই অভিযোগ তুলছে৷ গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে ঘাসফুল শিবির৷ তৃণমূলের প্রশ্ন, ভোট শেষে কীভাবে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে উঠল বিজেপির এজেন্টরা? এটা তো বেআইনি৷
জেলা নির্বাচনী আধিকারিক তথা জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু সংবাদমাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে পোলিং এজেন্ট থাকার অভিযোগ পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করছে৷ তবে ওই অভিযোগ ভিত্তিহীন৷