নবান্ন অভিযান: বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র, বোমাবাজি! ‘কেমিক্যাল’ ছুড়ে প্রতিবোধ পুলিশের!

নবান্ন অভিযান: বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র, বোমাবাজি! ‘কেমিক্যাল’ ছুড়ে প্রতিবোধ পুলিশের!

 

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি, হাওয়া ময়দান, হাওয়া ব্রিজ, জিটি রোড চত্বর৷ মিছিল হতেই সাঁতরাগাছিতে বিজেপির কর্মীদের উপর ‘কেমিক্যাল’ ছড়িয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের, অভিযোগ বিজেপির৷ ব্যারিকেড ভাঙতেই জলকামানের গাড়ি থেকে ছোড়া হয় বেগুনি রঙের জল৷ ওই জলের মধ্যেই কেমিক্যাল মেশানো হয়েছে বলে অভিযোগ বিজেপির৷ পুলিশের ছোড়া জলে গুরুতর জখম হন রাজু বন্দ্যোপাধ্যায়৷ ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস৷ পাল্টা সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ৷  হাওড়া ময়দান থেকে এক বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷

আজ নবান্ন অভিযানের নামে হাওড়া ময়দানে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ বিজেপির মিছিলে এক কর্মী থেকে উদ্ধার হয়েছে  আগ্নেয়াস্ত্র৷ অস্ত্র উদ্ধারের পরই তা বাজেয়াপ্ত করে নেয় পুলিশ৷ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ একই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ৷ সঙ্গে অব্যাহত ইটবৃষ্টি৷ কিন্তু, মিছিলে কীভাবে এল অস্ত্র-বোমা? উঠছে প্রশ্ন৷ বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে সর্বশক্তি প্রয়োগ করেছে পুলিশ৷ মুহুর্মুহু টিআর গ্যাসের সেল ছোড়া থেকে বেপরোয়া লাঠিচার্জ, জলকামান কিছুই বাকি রাখেনি পুলিশ৷

 

নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়া ময়দান চত্বরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে৷ শক্তি প্রয়োগ করেছে পুলিশ৷ পুলিশকে লক্ষ্য পাল্টা ইটবৃষ্টির অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ পুলিশের প্রতিরোধে শখানিক কর্মী জখম হয়েছেন বলে খবর৷  অন্যদিকে, হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলী ব্রিজ, এমজিরোড সহ একাধিক শুরু হয়েছে পুলিশের প্রতিরোধ৷ হাওড়া থেকে শহরে আসার একাধিক রাস্তা বন্ধ রয়েছে৷ হাওড়াগামী কোনও বাস গন্তব্যে পৌঁছতে পারছে না৷ হেস্টিংসেও তচলছে বিজেপি কর্মী ও পুলিশকের খণ্ডযুদ্ধ৷ অন্যদিকে হাওড়া ময়দান চত্বরেও টিআর গ্যাসের সেল ফাঁটানো হচ্ছে৷

হাওড়া পুলিশ সূত্রে খবর, বিজেপির কর্মীদের উপর কোনও ক্ষতিকারক ‘কেমিক্যাল’ ছড়ানো হয়নি৷ বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মীদের চিহ্নিত করতে এই রঙিন জল ছোড়া হয়েছে বলে দাবি পুলিশের৷ যদিও, এর আগে একাধিক অন্দোলন রুখতে জলকামান ব্যবহার করা হলেও এহেন রঙিন জল আগে কখনও ব্যবহার করা হয়নি৷  

 

 

পুলিশের প্রতিবোধ ছত্রভঙ্গ হওয়ার পর জিটি রোডের উপর আগুন জ্বালিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন বিজেপির কর্মীরা৷ দিকে দিকে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ৷ পুলিশ-বিজেপির সংঘর্ষ আপাতত না চললেও পরিস্থিতি অগ্নগর্ভ হয়ে রয়েছে৷ নতুন করে ফের আশান্তির আশঙ্কা তৈরি হয়েছে৷ মাঝেমধ্যেই পড়ছে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ৷ টিয়ার গ্যাস ছুটছে পুলিশও৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি৷ বিজেপি কর্মীদের উপর নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করছে পুলিশ৷ জিটি রোডের উপর থাকা একাধিক সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =