বাঁকুড়া: স্বাধীনতা দিবসের দিন বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া পাত্রসায়র থানা এলাকার ঘটনা। যদিও শাসক তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টিকে মানুষের স্বতস্ফূর্থ ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার সকালে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসি বালেশ্বর তলায় ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন যোগদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা। আর তারপর পতাকা উত্তোলন সেরে তিনি গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিজেপি কর্মীদের উপর তৃণমূলের লোকেরা চড়াও হয়ে মারধোর করে ও সদ্য লাগানো জাতীয় পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন৷
ইন্দাসের বিজেপি বিধায়কক নির্মল ধারা বলেন, ‘‘চারিদিকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে৷ যেখানে মানুষ ওদের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে নাম লেখাচ্ছেন সেখানেই ওরা মানুষকে মারধর করে ভয়ের পরিবেশ তৈরি করে এলাকার কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছে৷ এভাবে বেশিদিন পারবে না৷ গণ অভ্যুত্থান ঘটবে৷’’ যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পুর্ন অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পাল্টা দাবি, বিগত বন্যার সময় বিধায়কের দেখা মেলেনি৷ অথচ এখন উনি পতাকা তুলতে এসেছেন৷ বিষয়টি জানতে পরই বিজেপি কর্মীদের ঘিরে গ্রামের সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই৷