খেজুরি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন দল-মত নির্বিশেষে দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম বিলি করার জন্য। কিন্তু একেবারে ভিন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা তালপার্টি কোস্টাল থানা এলাকায়। বিজেপি কর্মী সমর্থকদের দুয়ারে সরকার প্রকল্প ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের কশারিয়া এলাকার।
এই অভিযোগ করলেন গ্রামের স্থানীয় মহিলারা। অভিযোগের ভিত্তিতে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্বরা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। তাঁদের দাবি বিজেপির রাজনৈতিক চক্রান্ত করছে। পরে এলাকার বাসিন্দারা দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখাতে থাকে।
জানা গিয়েছে, খেজুরি ২ ব্লকের কশারিয়া হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। ক্যাম্পে ফর্ম জমা দিতে যান এলাকার বিজেপি মহিলা সর্মথকরা বলে অভিযোগ। সেখানে মহিলাদের ফর্ম জমা দিতে বাধা দেয় তৃণমূল কর্মীরা। পাশাপাশি পুলিশও দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিতে বাধা দেন। এরপর মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিক্ষোভকারী এক মহিলা বলেন, ” আমরা বিজেপি করি বলে সরকারি প্রকল্পের ফর্ম জমা দিতে দিচ্ছে না। খোদ পুলিশ কর্মীরা বাধা দিচ্ছেন। ক্যাম্পের ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা এর বিচার চাই৷’’
খেজুরি উত্তর মণ্ডলে বিজেপির সভাপতি বলেন, “ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মীরা ফর্ম জমা দিলে, সেখানে পরিষ্কারভাবে তৃণমূল কর্মীরা বলে দিচ্ছে এখানে ফর্ম জমা দিতে পারবেন না। পুলিশও বাধা দিচ্ছে। রাজনৈতিক দলের হয়ে কাজ করছে পুলিশ প্রশাসন। লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে৷’’ যদিও এ বিষয়ে তালপাটি কোস্টাল থানার পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসে সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “বিজেপি পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। রাজ্য সরকারের প্রকল্পের সবাই সুযোগ সুবিধা পাবেন। বিজেপি এই নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে৷’’