কলকাতা: বিজেপি থেকে মুকুল ঝরতেই দলে বড়সড় ভাঙনের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে৷ এই অবস্থায় দলীয় কর্মীদের বেঁধে রাখতে পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর কথায়, বিজেপি’তে কর্মীরাই সব৷ কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন দলেরই এক কর্মী৷ তাঁর দাবি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেও শুভেন্দুর সাড়া পাননি তিনি৷ সেই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে বোমা ফাটালেন তথাগত রায়৷
আরও পড়ুন- বিকাশের আচরণে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস, রাহুল-সোনিয়াকে মেইল নেতাদের
টুইট করে দিবাকর দেবনাথ নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘আমি দুই পা বাড়িয়ে রেখেছিলাম হয়তো আমাদের মতো কর্মীদের দরকার নেই তাই বার বার ফোন কেটে দিয়েছেন। আপনারা তৃণমূলের থেকে আসা নেতা দের খুশি করতে ব্যস্ত তাই আমাদের কথা শোনার সময় নেই তাহলে আমরা কেনো আপনাদের নেতা মনে করে জীবন হাতে নিয়ে লড়াই করব?’’ এই টুইটটি তিনি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং তথাগত রায়কে ট্যাগ করেছেন৷
প্রসঙ্গত, এর আগে একাধিকবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তথাগত রায়৷ এবার শুভেন্দুর বিরুদ্ধে দলীর কর্মীর ক্ষোভ প্রকাশ্যে এনে সরব হলেন তিনি৷ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এর আগেও বিক্ষোভ দেখা গিয়েছে৷ হুগলী ও আসানসোলে দিলীপ ঘোষের বৈঠকে চরম অশান্তি হয়েছে৷ দলীয় কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷ তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ জোড় করে ঝুকতে গেলেই গোল বাঁধা৷ যদিও দিলীর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আমন্ত্রিত ছাড়া কেউ ভিতরে আসবে না৷ এর পর হুগলীর জেলা সভাপতিকে হঠানোর দাবিতেও বিক্ষোভ হয়৷