bjp
কলকাতা: রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন আবার বাড়িয়েছে রাজ্য সরকার। আজ বিধানসভা থেকে এমন ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি বিধায়করা কী করবেন? তারা কই বর্ধিত এই বেতন নেবেন? এক কথায় উত্তর, না। আজ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন না করার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সকলের হয়ে তিনি ঘোষণা করলেন, বেতনবৃদ্ধির সিদ্ধান্তকে তারা মানেন না। বর্ধিত বেতনও তারা নেবেন না।
এর আগে বিধায়কদের বেতন ছিল মাসে ১০ হাজার টাকা। সেটাই এবার একলাফে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে সমর্থন না জানিয়ে ডিএ বা অন্য পেশার কর্মীদের বেতনবৃদ্ধির পক্ষে সওয়াল করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, একতরফা ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত মানা যায় না। এর থেকে পুলিশ, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া যেত। কিন্তু সরকার তা করছে না। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার এবং শিক্ষকদের সমকাজে সমবেতন ঘোষণা করার দাবি জানিয়েছে বিজেপি। পাশাপাশি সরকারের লক্ষ্মীর ভান্ডার কর্মসূচিতে ভাতা বৃদ্ধির কথাও বলা হয়।
আজ বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই রাজ্য সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়াও, রাজ্যের পূর্ণমন্ত্রীরা এতদিন মাসে ১১ হাজার টাকা পেতেন। তাঁরা এবার থেকে বেতন বাবদ পাবেন ৫১ হাজার টাকা৷