কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপি দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেছেন দলের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁর কথায়, রথ মামলার রায়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল, সভা করার ক্ষেত্রে বিজেপিকে সর্বতোভাবে সহায়তা করতে হবে রাজ্যকে।
এক্ষেত্রে আগে থেকে সভা কিংবা রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে বিজেপি নেতৃত্বকে সবিস্তারে তা জানাতে হবে। সায়ন্তনবাবুর অভিযোগ, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলের তাবড় নেতাদের সভার অনুমতি দেওয়া হচ্ছে না।