বঙ্গ ভোটে দুই অঙ্কের সংখ্যা ছুঁতে ঘাম ছুটবে বিজেপি’র, দাবি পিকে’র

বঙ্গ ভোটে দুই অঙ্কের সংখ্যা ছুঁতে ঘাম ছুটবে বিজেপি’র, দাবি পিকে’র

কলকাতা: বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা ভোট৷ ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামাম৷ ভোট যুদ্ধে জিততে তৃণমূল দায়িত্ব সঁপেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের হাতে৷ কিন্তু বেশ কিছু দিন ধরে একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছেন প্রশান্ত কিশোরকে দুষেই৷ তাঁধের অভিযোগ, কর্পোরেট সংস্কৃতিতে দল চলতে পারে না। কিন্তু দলের ফাটল যতই প্রশস্ত হোক প্রশান্ত কিশোরের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের আসনসংখ্যা ছুঁতে পারবে না বিজেপি৷ 

আরও পড়ুন- সব সুবিধা নিঙড়ে ভোগ করেছে! তৃণমূলী হয়েই পরোক্ষে শুভেন্দুকে আক্রমণ সুজাতার

টুইট করে এই দাবি করেন পিকে৷ তাঁর কথা না মিললে টুইটার ছাড়ার দাবিও করেছেন তিনি৷ তাঁর মতে ২৯৪ আসনের বিধানসভায় ১০০টি আসনও পাবে না গেরুয়া শিবির৷ বিধানসভা ভোট হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু ইতিমধ্যেই গোটা দেশের নজরে রয়েছে বঙ্গের ভোট৷  অমিত শাহের দুই মেগা সমাবেশ, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের দাবি, ‘‘পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে দুই অঙ্কের আসনসংখ্যা ছুঁতেই ঘেমে নেয়ে যাবে বিজেপি৷ ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা।’’ 

আরও পড়ুন- বিজেপিতে ভাঙন! তৃণমূলে সাংসদ সৌমিত্র-স্ত্রী সুজাতা

প্রশান্ত কিশোরা সাধারণ আড়ালে থাকতেই পঠন্দ করেন৷ সাধারণত। কিন্তু সোমবার প্রকাশ্যে টুইটে করে বঙ্গ ভোটে বিজেপি নাস্তানাবুদ হবে বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, ‘‘অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার করতে পারবে না বিজেপি৷’’ প্রসঙ্গত, দিদিকে বলো থেকে শুরু করে বঙ্গ ধ্বনি,  প্রতিটি পদক্ষেপেই রয়েছে পিকে-র ছোঁয়া। সম্প্রতি ‘দুয়ারে সরকার’ অনুষ্ঠানের অভূতপূর্ব সাফল্য এসেছে৷ ১ কোটি মানুষ ক্যাম্প নাম লিখেয়েছেন বলে দাবি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ বিশেষত স্বাস্থ্য সাথী প্রকল্প মানুষকে প্রবল ভাবে আকৃষ্ট করেছে৷ ফলে প্রতিষ্ঠান বিরোধী ভোট ফের তৃণমূলের দিকে ঘুরবে বলেই আত্মবিশ্বাসী দলীয় নেতৃত্ব৷ সেই আত্মবিশ্বাসের প্রতিফলনই পিকে-র এই টুইট বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =