কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল. কিন্তু গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটে গিয়েছে. কারণ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নাম ঘোষণা করেছেন এই কমিটির চেয়ারম্যান হিসেবে। স্বাভাবিকভাবেই এরপর ব্যাপক বিরোধিতায় সরব হয়েছে বিজেপি শিবির। সাংবাদিক বৈঠক করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছেন। এবার জানা গেল এই ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া বাহিনী। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিকেলে বিজেপির পাঁচ জন সদস্য রাজভবনে যেতে পারেন। তাদের নেতৃত্ব দেবেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের অধিকারকে কী ভাবে শাসকদল খর্ব করছে, এই বিষয়টিই মূলত তুলে ধরা হবে রাজ্যপালের সামনে।
গতকাল বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই হইহই শুরু যায় বিজেপির, যা খুব স্বাভাবিক ছিল। বিজেপির তরফে বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবীদ অশোক লাহিড়ীর নাম এই পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু অবশেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নামই ঘোষণা করেন। এরপর এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি অধিবেশন থেকে ওয়াকআউট করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনেন। শুভেন্দু অধিকারী জানান, গোটা দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান বিরোধী দলের হয়। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার শাসক দল এবং অধ্যক্ষ তাঁর ক্ষমতা বলে এই চিরাচরিত নিয়ম এবং রীতি ও ঐতিহ্যকে ভেঙেছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে খোঁচা সুব্রতর, দিলেন রাজ্যের কাজের হিসেব
তাঁর কথায়, সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে, তেমনই বিরোধীদেরও অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। সেই মতো রাজ্যের খরচ খতিয়ে দেখে বিরোধীরা। কিন্তু এই প্রথম কোনও গণতন্ত্রে বিরোধীদের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে না। গোটা দেশের সব রাজ্যের বিধানসভায় এই নিয়ম মানা হয় বলেই জানান শুভেন্দু। তাঁর স্পষ্ট দাবি, শাসক দল ক্ষমতা দেখিয়ে রীতি ভঙ্গ করেছে। এর পাশাপাশি তিনি আরও জানান, বিধানসভার কোনও কমিটিও বিজেপি নেবে না। পিএসি-র চেয়ারম্যান পদ না ছাড়া হলে কোনও কমিটি নেবে না বিজেপি।