দাঁতন: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাংলায় শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এই পরিস্থিতিতে একের পর একটা জনসভা করে রাজনৈতিক দলগুলি একে অপরকে জোর টক্কর দিচ্ছে। এদিন ঝাড়গ্রাম বাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রেখে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে আক্রমণাত্মক সুরে অভিষেক বলেন, একজন মহিলার ওপর আঘাত করতে গিয়ে একটা গোটা দল শেষ হয়ে যাবে!
অভিষেকের বক্তব্য, বাংলা গুজরাট বানানোর চেষ্টা করা হচ্ছে। যেভাবে মধ্যপ্রদেশ এবং বিহার দখল করে রেখেছে বিজেপি, ঠিক সেইভাবেই বাংলা দখল করতে চায় তারা। সেই প্রেক্ষিতে একজন মহিলার ওপর আঘাত করা হচ্ছে। অভিষেকের চরম হুঁশিয়ারি, একজন মহিলার ওপর আঘাত করতে গিয়ে একটা দল ধ্বংস হয়ে যাবে। দলবদলুদের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, দিল্লির নেতাদের কাছে নিজেদের বিক্রি করে দিচ্ছে গাদ্দাররা। তাই এদের সকলকে বাংলা থেকে বিদায় দিতে হবে। এদিকে বিজেপির সভায় লোক হচ্ছে না বলে চরম কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির একাধিক নেতার রাজ্যে আসছে কিন্তু তাদের সভায় কোনরকম ভিড় হচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ২৫০ টি আসনে জয়যুক্ত হয়েছে।
আরও পড়ুন- অমিত শাহের সভার আগে উত্তেজনা ঝাড়গ্রামে, পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং রাজ্যের নারী নিরাপত্তা প্রসঙ্গে অভিষেক এ দিন বলেছেন, বিজেপির নেতারা মহিলাদের সম্মান দিতে জানে না। তাই শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান দেয়। কিন্তু তিনি গাদ্দারদের মুখ দিয়ে ১০ দিনের মধ্যে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছেন বলে দাবি করেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ। এর পাশাপাশি বিজেপির সোনার বাংলা’ স্লোগান নিয়ম এদিন পদ্ম বাহিনীকে চরম আক্রমণ করেন তিনি। মন্তব্য করেন, দিলীপ ঘোষ যে গরুর দুধ থেকে সোনা বের করবে, সেই সোনা দিয়ে সোনার বাংলা বানাবেন অমিত শাহ! প্রসঙ্গত, আজ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করছেন সেখানে কিছুদিন আগেই সভা করে গিয়েছেন নব্য বিজেপি নেতা এবং নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী।