কাশীপুর: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে আসছে যে বাংলায় বহিরাগত গুন্ডা ঢুকিয়েছে বিজেপি। এখন ভোটযুদ্ধ প্রায় শুরু হতে চলেছে, এবার সেই বহিরাগত গুন্ডাদের ইস্যু আরো বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে। এখনো বিভিন্ন জায়গায় জনসভা করে বহিরাগত এই গুন্ডাদের প্রতি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কাশীপুরের জনসভাও তার ব্যতিক্রম নয়। এদিন ফের একবার বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বহিরাগত গুন্ডাদের দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি, কিন্তু শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হলে ডুগডুগি বাজাবে তারা।
এদিন মমতার দাবি, রাজ্যের প্রতিটি সীমানা বন্ধ করতে হবে নির্বাচনের সময়, না হলে ঝাড়খণ্ড থেকে বাইরের লোক ঢোকাবে বিজেপি। এই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, নিজের ভোট নিজেকে রক্ষা করতে হবে, বিজেপি যদি কাউকে কিছু খেতে দেয় তাহলে খাওয়া যাবে না। এই ভাবেই কিছু খাইয়ে বা টাকা দিয়ে ভোট লুট করার চেষ্টা করবে বিজেপি বলে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট জানান, বিনা যুদ্ধে তিনি এক ইঞ্চি জমিও ছাড়বেন না। একইসঙ্গে দাবি করেন, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন যদি বাংলায় হয় তাহলে বিজেপি ডুগডুগি বাজাবে। এর পাশাপাশি বিজেপি যে কতভাবে সাধারণ মানুষের টাকা চুরি করেছে তার খতিয়ান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, আর কিছু করতে পারে না। পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেছে কেউ জানে না, এদিকে রেল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বেসরকারিকরণ করে দিচ্ছে। অন্যদিকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হচ্ছে বিজেপির আমলে। তাই বাংলায় বিজেপিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না বলে দিন হুঁশিয়ারি দেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
আরও পড়ুন- বাইরে যারা আছে, ভোট দিতে আসতে বলবেন, চাকরির অভাব হবে না: মমতা
এছাড়াও মমতা এ দিন আরো বলেন, আগামী এক বছরের মধ্যে পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে জল পৌঁছে দেবেন এবং আগামী কয়েক বছরের মধ্যেই ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়ে যাবেন। একই সঙ্গে যারা রাজ্যের বাইরে কাজ করছেন তাদের উদ্দেশ্যে মমতা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে ফিরে আসতে পারেন তারা কারণ এখানে অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে।