‘পঞ্চায়েত পদযাত্রা’ করতে চলেছে বিজেপি! টেক্কা দিতে তৈরি তৃণমূলকে

‘পঞ্চায়েত পদযাত্রা’ করতে চলেছে বিজেপি! টেক্কা দিতে তৈরি তৃণমূলকে

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই শাসক শিবিরের তরফে চলছে তৃণমূলে নবজোয়ার যাত্রা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এবং দু’মাসের এই কর্মসূচি প্রায় শেষের পথেই। এই সময়ে জানা গেল, বিজেপিও এমন এক যাত্রার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, তাদের এই কর্মসূচি হবে ২১ দিনের এবং সেই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘যুব পঞ্চায়েত পদযাত্রা’। কিন্তু এখনও এটা স্পষ্ট নয় যে এই কর্মসূচি বিজেপি কবে থেকে শুরু করবে। তবে আপাতত প্রশ্ন উঠেছে, এটি তৃণমূলের অনুকরণে কোনও কর্মসূচি কিনা। 

বিজেপি সূত্রে খবর, এই ২১ দিনের কর্মসূচিতে রাজ্যের ২০০টি বিধানসভা এলাকা জুড়ে হবে এই পদযাত্রা। অন্তত হাজারটি গ্রাম পঞ্চায়েত এবং ৫ হাজারটি গ্রামে যুব মোর্চার নেতারা পৌঁছে যাবেন। এই যাত্রার নেতৃত্ব দেওয়ার কথা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁর। পাশাপাশি কেন্দ্রের কিছু বিজেপি নেতারও এই কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। ইঙ্গিত মিলেছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শেষ হতে না হতেই বিজেপি তাদের পদযাত্রা শুরু করে দেবে। আবার অভিষেকের সফর চলার মধ্যেই তা শুরু হতে পারে। অনুমান করা হচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময়ে এই কর্মসূচি শেষ করতে চাইছে বিজেপি।