বারাকপুরে SDO অফিসের সামনে বিক্ষোভের সিদ্ধান্ত, রাস্তায় নামছে বিজেপি

বারাকপুরে SDO অফিসের সামনে বিক্ষোভের সিদ্ধান্ত, রাস্তায় নামছে বিজেপি

bjp

বারাকপুর: পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে উত্তাপ রাজ্যজুড়ে। তৃণমূল-নির্দল সংঘর্ষে রণক্ষেত্র হয়েছে বারাকপুরও। পুলিশের সামনেই নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং প্রকাশ্যেই পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে চরম অব্যবস্থার বিরুদ্ধে এবার এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি বারাকপুর সাংগঠনিক জেলার তরফে। সকল শহর মণ্ডলের কার্যকর্তাদের জমায়েত করার আবেদন করা হয়েছে। জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এমনই আর্জিই জানিয়েছেন। 

শুধু বারাকপুর নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জেলা থেকেই উঠে এসেছে। কোথাও ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগ, আবার কোথাও বিরোধীদের অভিযোগে কোনও গুরুত্ব না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি। হুগলির পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথের উচাই প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের ভোট করাচ্ছে পুলিশ, এমনই অভিযোগ করে বিজেপি। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে বলেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *