কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে ‘দলিত বিরোধী’ বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরাসে দলিতদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতায় মিছিল, সভা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবারের প্রতিবাদ মিছিলের পর রবিবার টুইটে ফের সরব হলেন মমতা।
এদিনের টুইটে মমতা লেখেন,‘বিজেপি শাসিত রাজ্যে দলিত অত্যাচার বাড়ছে, সে সব আর গোপন নেই। বিজেপির দলিত–বিরোধী নীতির কারণে আজকের যুগে দাঁড়িয়ে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। দলিতদের এরা শান্তিতে থাকতে দেবে না।’
Dalit-oppression by BJP ruled Govts is an open secret now. The party’s Anti-Dalit ideology enforces caste-based segregation even in today’s day & age.
Their hardships will not let @BJP4India & its leaders rest peacefully!“कर रही जो दलितों का सर्वनाश,
उस भाजपा का होगा सत्यानाश।”— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2020
এর পর মুখ্যমন্ত্রী হিন্দিতে টুইট করেন। লেখেন,‘দলিতদের সর্বনাশ করা বিজেপি ধ্বংস হয়ে যাবে।’